বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও বাংলাদেশ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। এর আগে চলতি মাসের মাঝামাঝিতে বাংলাদেশে আসার কথা ছিল নেদারল্যান্ডস ক্রিকেট দলের।

আর সিরিজ শুরুর করা ছিল ১৯ আগস্ট থেকে। সেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই সিরিজকে সামনে রেখে ঢাকায় ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এই ক্যাম্পকে সামনে রেখে ১১ আগষ্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা ঢাকায় পা রাখবেন বলে জানা গেছে।

এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের সব ম্যাচই খেলবে আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব উইকেটই রান বান্ধব। তবে আবুধাবির উইকেটে একটু বেশিই সুবিধা পান ব্যাটাররা। সেই কন্ডিশনের সঙ্গে মিল রেখে সিলেটের উইকেটে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

আরো পড়ুন: বাংলাদেশ