‘লাপাত্তা’ হওয়া নাজমুলের সঙ্গে কথা হয়েছে মিঠুর, উত্তরের অপেক্ষায় বিসিবি
‘আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।’ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ১৫ জানুয়ারি রাতে আক্ষেপের সুরেই এমনটা বলেছিলেন ইফতেখার রহমান মিঠু। তবে সেই ঘটনার পরদিন নাজমুলের সঙ্গে যোগাযোগা করতে পেরেছেন তারা। পাশাপাশি বিসিবির সেই পরিচালকের সঙ্গে কথাও হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের।