একাদশে ৪ ওপেনার ও জাকেরকে না খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স

সংবাদ সম্মেলনে ফিল সিমন্স
প্রথম টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এর চেয়েও বেশি আলোচনা হচ্ছে চার ওপেনার নিয়ে একাদশ সাজানো। একাদশে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস ও নাইম শেখ ছিলেন। এর মধ্যে তানজিদ ও ইমন ওপেনিং করেছেন।

promotional_ad

তিন নম্বরে খেলেছেন লিটন আর চারে নাইম শেখ। এর মধ্যে ইমন ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। নাইম ২৯ বলে ৩২ রানের ইনিংস খেললেও তা টি-টোয়েন্টি ফরম্যাট অনুযায়ী খুবই ধীর। ফলে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন।


আরো পড়ুন

অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের হার

২ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি একাদশ নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ইনজুরিতে ছিলেন সে কারণে বাধ্য হয়েই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।


promotional_ad

'চার ওপেনার? সবাইকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছি। জাকের আলি অনিক ইনজুরড ছিল। সেখানে আর কাকে খেলাতে পারতাম বলুন? বোলারদের মধ্যে কাউকে? সবাইকে বাস্তববাদী হতে হবে। একজন ব্যাটার খেলাতে হতো আমাদের, তাই ব্যাটার খেলিয়েছি।'


আরো পড়ুন

দ্বিতীয় ওয়ানডের আগে লন্ডনে যাচ্ছেন সিমন্স

৪ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

আধুনিক ক্রিকেটে অনেক ওপেনারই নিচের দিকে ব্যাট করেন। সেই যুক্তি টেনে সিমন্স বলেছেন, 'এই ফরম্যাটে অনেককেই দেখবেন ওপেন করে, পাঁচ-ছয় নম্বরেও ব্যাট করে। মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার। আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ জাকের আলি অনিক ইনজুরড ছিল, তাই এটাই করতে হয়েছে।'


ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জাকের ঊরুর পেশির চোটে পড়েছিলেন। এ কারণেই প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ফিরবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন প্রধান কোচ। তিনি জাকের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। সেই উইকেট দেখে একাদশ নির্বাচন করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।


সিমন্স বলেন, 'জাকের তৃতীয় ওয়ানডের আগে ইনজুরড ছিল। আজকে তাকে আবারও আমরা দেখব। তারপর সিদ্ধান্ত নিব তার পজিশন কালকে কী হতে পারে, সে ব্যাপারে। আজকে মাঠ দেখব, উইকেট দেখব। সব দেখে রাতের মধ্যেই সিদ্ধান্ত নিব একই দল খেলবে নাকি ভিন্ন কিছু করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball