ডিসেম্বর-জানুয়ারিতে আগামী বিপিএল

বিপিএল
বিপিএলের আগামী আসর কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। বিপিএলের সম্ভাব্য শুরুর সময় নির্ধারণসহ বেশি কিছু এজেন্ডা নিয়ে আলোচনার জন্য রবিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল।

promotional_ad

বিপিএলের মাস ছয়েক বাকি থাকলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেবে। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে তাও নিশ্চিত নয়। তবে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন নতুন ও পুরোনো ফ্র্যাঞ্চাইজি যারাই আগামী আসরে অংশ নেবে তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে বিসিবি।


আরো পড়ুন

দ্য হান্ড্রেডে খেলবেন অশ্বিন, আছে বিপিএলে আসার সম্ভাবনাও

২৭ আগস্ট ২৫
ফাইল ছবি

বিপিএলের দিনক্ষণ নিয়ে ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘বিপিএলের উইন্ডোটা ঠিক হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। দলগুলের সঙ্গে ৫ বছরের চুক্তি হবে। দেখুন—বিপিএলে নিয়ে আমাদের সমালোচনা গতবারও ছিল, আগেও ছিল।’


গত মৌসুমে সাতটি দল অংশগ্রহণ করলেও আগামী আসরে কয়টি ফ্র্যাঞ্চাইজি খেলবে সেটা এখনো নিশ্চিত নয়। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ক্রাইটেরিয়া পূরণের উপর নির্ভর করবে দলের সংখ্যা। বিপিএলের নতুন মৌসুমে নিশ্চিত ভাবেই গত আসরে অংশ নেয়া দলগুলোর মধ্যে রাজশাহী থাকছে না। দলটির মালিকানায় থাকা ভ্যালেন্টাইন গ্রুপের বিরুদ্ধে খেলোয়াড়দের পাওয়া অর্থ না দেয়াসহ একাধিক অভিযোগ রয়েছে।


promotional_ad

একই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংসেরও বিপিএলের আগামী আসরে থাকা অনিশ্চিত। এই ফ্র্যাঞ্চাইজিদের জায়গাতেই আসতে চলেছে নতুন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের আগামী আসরে কয়টি দল খেলবে সেটাই এখনো চূড়ান্ত করেনি টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। পাঁচ বছরের জন্য চালানোর সামর্থ্য না থাকলে কম ফ্র্যাঞ্চাইজি নিয়েও বিপিএল আয়োজন করতে আগ্রহী বিসিবি।


আরো পড়ুন

স্কুল থেকে নতুন সাকিব-তামিমদের খুঁজে বের করতে চান বুলবুল

২৮ আগস্ট ২৫
গণমাধ্যমে কথা বলছেন আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের সংখ্যা কয়টা হবে সেটা এখনো অনুমোদন দেয়নি হয়নি কিন্তু আমরা একেবারে প্রোপার দল নেব। যাতে আমাদের যে অতীত অভিজ্ঞতা সেটা যাতে না হয়। ধরুন, আমরা বললাম ১০টা দল কিন্তু আমরা ১০ টা প্রোপার দল পেলাম না তখন হয়ত আমরা সাতটা দলে করব। সাতটা দল পেলাম না কিন্তু পাঁচটা দল পেলাম তাহলে প্রোপার ৫ টা দল নিয়েই করব। আবার আমরা রাজশাহীর অভিজ্ঞতা নিতে চাই না।’


বিপিএলকে নিয়ে সমালোচনা নতুন কিছু না। মাঠের বাইরের নানান রকমের ঘটনার সঙ্গে মাঠের ক্রিকেট নিয়েও ব্যাপকভাবে সমালোচনা হয়ে থাকে। ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া তাদের অন্যতম। এ ছাড়া উইকেট, বিদেশি ক্রিকেটারদের মান নিয়েও প্রশ্ন উঠে প্রতি বছর। আয়োজনে গলদ থাকায় নানান রকমের ঘটনা জন্ম দেয় বিসিবি। এজন্য টুর্নামেন্টের ব্র্যান্ডভ্যালু বাড়ানো ও পেশাদারভাবে আয়োজনে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্টকে যুক্ত করবে বিসিবি।


মিঠু বলেন, ‘হ্যাঁ, আমরা আন্তর্জাতিক সুখ্যাতি থাকা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিব। ক্রাইটেরিয়াটা হচ্ছে যারা এরকম লিগ আয়োজন করেছে তাদের নিযুক্ত করে তাদেরও পরামর্শ নিয়ে, আমাদেরও অভিজ্ঞতা নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই।’


এ ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে বিপিএলের কমিটিতে রাখা হবে বিসিবির বাইরের ডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের। তিনি বলেন, ‘সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা বাংলাদেশের ক্রিকেটে করা হয়নি—বিপিএলের কমিটিতে স্বচ্ছতা দেয়ার জন্যে বাইরের লোক থাকবে। আমরা যাতে এটা ক্লিন ইমেজ নিয়ে শেষ করতে পারি, স্বচ্ছতা থাকে সেজন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে বিপিএল কমিটিতে বাইরের লোককেও যুক্ত করা হবে। আপনাদের মধ্যেও কেউ হতে পারে বা নানান ডিসিপ্লিনারির বিশেষজ্ঞদের যুক্ত করা হবে সরকার থেকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball