জাকির এবং জয়ের ওপর আস্থা হারিয়ে এনামুল হক বিজয়কে নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। তবে তিনিও ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ০ ও ৪ রান করে আউট হন। কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে ০ ও ১৯ রান করেন বিজয়। ফলে টেস্ট দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।
গলে বাংলাদেশ প্রথম টেস্ট ড্র করলেও কলম্বোতে ইনিংস ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। ম্যাচ শেষে বিজয়ের ব্যাটিং নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের সফলতার কারণেই তারা বিজয়কে দলে নিয়েছিলেন। তাদের হাতে অন্য কোনো বিকল্পও ছিল না বলে স্বীকার করে নেন শান্ত।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন, ৯ হাজার ফার্স্ট ক্লাস রান, ২৪ টা সেঞ্চুরি, ৪৯ টা ফিফটি। সো এরকম একটা এক্সপেরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিবো না? তো ওই চিন্তা করেই নেওয়া হয়েছিলো। আমরা ওপেনাররা অলওয়েজ স্ট্রাগল করতেছিলো লাস্ট কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে। বাট তারপরে দেখা গেছে যে ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তাই আমরা এরকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজতেছিলাম যার পেছনে অনেক রান আছে। যে কিনা অভিজ্ঞ একটু এই ফরম্যাটটাতে।'
এই ম্যাচে হারের পেছনে এককভাবে বিজয়কে দায়ী করা ঠিক হবে না বলে মনে করেন শান্ত। দল হিসেবে বাংলাদেশ কলম্বোতে ভালো করতে পারেনি বলে দায় স্বীকার করেছেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেয়া শান্ত। তার বিশ্বাস ভবিষ্যতে সুযোগ পেলে হয়তো নিজেকে মেলে ধরতে পারবেন বিজয়। তাই এই ওপেনারের ওপর এখনও বিশ্বাস রাখছেন তিনি।
'দুর্ভাগ্যবশত সে ভালো করতে পারেনি, সুযোগ ছিল ছিলো। বাট হ্যাঁ, এখন রেজাল্ট সে দিতে পারে নাই দলের জন্য। এটা অবশ্যই হতাশার। কিন্তু, আমি এখনও বিশ্বাস করি যে তার যদি সামনে সুযোগ আসে, অবশ্যই সে ভালো কিছু করবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু তার উপরেই দোষটা দেয়াটা বোকামি হবে। দল হিসাবে আমরা আসলে এই ম্যাচটা ভালো খেলি নাই।'