🔔
Stay updated!

Enable notifications for real-time updates. No spam.

promotional_ad

১২ রানের লিড নিয়ে ২৬৮ রানে অল আউট সোহানরা

ভিডিও থেকে নেয়া স্ক্রিনশর্ট
এনামুল হক বিজয়, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়রা ব্যর্থ হলেও দ্বিতীয় দিনের পুরোটা সময় বাংলাদেশ ‘এ’ দলকে টেনেছিলেন নুরুল হাসান সোহান। বাংলাদেশের অধিনায়কের ১০৭ রানের দুর্দান্ত ইনিংসের পরও দ্বিতীয় দিন শেষে ৭ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। হাতে দুই উইকেট থাকলেও তৃতীয় দিন সকালে ১৯ রানের বেশি যোগ করতে পারেননি হাসান মুরাদ, আনামুল হকরা।

promotional_ad

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের আনঅফিসিয়াল ম্যাচের প্রথম ইনিংসে ২৬৮ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে একাই চারটি উইকেট নিয়েছেন জশ ক্লার্কসন। এ ছাড়া ক্রিস্টিয়ান ক্লার্ক তিনটি এবং মোহাম্মদ আব্বাস, জেডন লিনক্স ও আদি অশোক একটি করে উইকেট পেয়েছেন। স্বাগতিকদের চেয়ে ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে নিউজিল্যান্ড।


আরো পড়ুন

খালেদের ৬ উইকেট, সোহানের ১০৭

২০ ঘন্টা আগে
খালেদ আহমেদ (বামে) ও নুরুল হাসান সোহান (ডানে)

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন মুরাদ ও ইবাদত। সকালের শুরুতে বাংলাদেশের টেইলএন্ডারের দুই ব্যাটারের কঠিন পরীক্ষাই নিয়েছেন নিউজিল্যান্ডের পেসাররা। স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে না পারলেও তৃতীয় দিনের সকালে ৬ ওভার পার করেছেন সাবধানতার সঙ্গে। তবে দিনের সপ্তম ওভারে এসে উইকেট হারায় স্বাগতিকরা। ক্লার্কের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে লেগ সাইডে ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন ইবাদত।


promotional_ad

হালকা এজ হওয়ায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ২৮ বল খেলা ডানহাতি ব্যাটার করেছেন ১২ রান। শেষ ব্যাটার হিসেবে আনামুল খেলতে নেমে সুবিধা করতে পারেননি। লেনক্সকে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় ৫ রানে আউট হয়েছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ৫৭ বল খেলা মুরাদ অপরাজিত ছিলেন ১৫ রানে। আগের দিনের সঙ্গে ১৯ রান যোগ করে শেষ পর্যন্ত ২৬৮ রানে অল আউট হয় বাংলাদেশ।


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

১০ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

সংক্ষিপ্ত স্কোর—


নিউজিল্যান্ড ‘এ’ দল— ২৫৬/১০ (৭৫.২ ওভার) (হেই ৮১, ফক্সক্রফ্ট ৪৭, ক্লার্ক ২৮, কেলি ২০; খালেদ ৬/৫৯, আনামুল ৩/৩২)


বাংলাদেশ ‘এ’ দল— ২৬৮/১০ (৬৯.৩ ওভার) (সোহান ১০৭, অমিত ২৫, অঙ্কন ২৫, নাঈম ২০, বিজয় ২৪; ক্লার্কসন ৪/৪৪, ক্লার্ক ৩/৮৮)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball