প্রথম সেঞ্চুরিতেও বাংলাদেশকে জেতাতে পারলেন না আকবর

ছবি: বিসিবি

চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকীরা থাকায় জয়টা বাংলাদেশেরই পাওয়ার কথা। অথচ জিততে থাকা ম্যাচে ঘটল একেবারে উল্টো ঘটনা। আকবর ফেরার একটু পর আউট হয়েছেন ৩৭ রান করা রিজওয়ান। ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হয়েছেন মাহফুজুর রাব্বিও। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে ৩২২ রানে অল আউট হয় বাংলাদেশ। ১০ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল।
আকবর-রাকিবুলের শেষের ঝড়ে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
১২ মে ২৫রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জয়ের জন্য ৩৩২ রান তাড়ায় আক্রমণাত্বক শুরুর চেষ্টা করেছিলেন মাহফিজুল ইসলাম রবিন ও জিসান আলম। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি মোকোয়েনা। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে জিমাইল জুমার গ্লাভসে ক্যাচ দিয়েছেন মাহফিজুল। প্রথম একদিনের ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলা ডানহাতি ওপেনার আউট হয়েছেন ১০ রানে।
তিনে নামা রায়ান রাফসানও সুবিধা করে উঠতে পারেননি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে আলো ছড়ানো রায়ান ২০ বলে ৯ রান করে ফিরেছেন। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্বক ব্যাটিংয়ে দ্রুততার সঙ্গে রান তুলে যাচ্ছিলেন জিসান। দারুণ ব্যাটিংয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরিও পেয়েছেন তিনি। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর টিকতে পারেননি ডানহাতি এই ওপেনার। ইনোসেন্ট এনটুলি বলে কনোর এস্থাইজেনের হাতে ক্যাচ দিয়েছেন জিসান।

বাংলাদেশকে আবারও হারিয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়
৮ মে ২৫৩ ছক্কা ৫ চারে ৩৪ বলে ৫০ রানের ইনিংস খেলে ফিরেছেন তিনি। পরবর্তীতে জুটি গড়ে তোলেন আকবর ও আরিফুল ইসলাম। তারা দুজনে মিলে ১১১ রান যোগ করেন। দারুণ ব্যাটিংয়ে ৫০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আকবর। পঞ্চাশ ছোঁয়ার পর রান তোলার গতি বাড়িয়ে দেন বাংলাদেশের অধিনায়ক। এমন সময় আরিফুলের উইকেট হারায় স্বাগতিরা। ৫৯ বলে ৩৫ রান করা আরিফুলকে বিদায় করেছেন আন্দিলে অস্টিন সিমেলানে।
একটু পর সেঞ্চুরি তুলে নিয়েছেন আকবর। স্পিনার জর্জ ভ্যান হার্ডিনের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে চার মেরে সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারের প্রথম লিষ্ট ‘এ’ সেঞ্চুরি পেতে বাংলাদেশের অধিনায়ক খেলেছেন ৮৫ বল। সেঞ্চুরির পরও একই ধাঁচে ব্যাটিং করতে থাকেন আকবর। তবে দলের রান তিনশ হওয়ার আগে আউট হয়েছেন মোকোয়েনার বলে ছক্কা মারতে গিয়ে।
পরের ওভারে আউট হয়েছেন রিজওয়ানও। ৪১ বলে ৩৭ রান করা ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন সিমেলানে। শেষের দিকে মাহফুজুর রাব্বি, ওয়াসি, মারুফ মৃধারা ব্যাট হাতে কিছু করতে না পারায় দুই বল বাকি থাকতেই ৩২২ রানে অল আউট হয় বাংলাদেশ। সাউথ আফ্রিকার হয়ে ৫৬ রানে ৫ উইকেট নিয়েছেন সিমেলানে। এ ছাড়া মোকোয়েনা তিনটি ও এনটুলি দুটি উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেছেন ডিয়ান ফরেস্টার। এ ছাড়া কনোর এস্থাইজেন ৯১, আন্দিলে মোগাকেন ৫৫, মিকা এল প্রিন্স ৩০ রান করেছেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন রিপন মণ্ডল, মারুফ মৃধা, মাহফুজুর রহমান রাব্বি। একটি উইকেট পেয়েছেন পেসার চৌধুরি রিজওয়ান।