বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

বাংলাদেশ
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে যাওয়ার আগে মিরপুরে নিজেদের প্রস্তুতি সারছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাসরা। মিরপুরে যখন টাইগার ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প চলছে তখন বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সফর শেষ করে দেশে ফেরার পর শ্রীলঙ্কার বিমান ধরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবেন লিটন-সৌম্যরা। কয়েকদিনের অনুশীলন শেষে ১৭ জুন থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে, ২৫ জুন থেকে।

টেস্ট সিরিজ শেষে ওয়ানডে খেলতে নামবে তারা। ২ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। পরবর্তীতে হবে টি-টোয়েন্টি সিরিজ।

১০ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ১৩ জুলাই, ডাম্বুলাতে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, ১৬ জুলাই। শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের সূচি—

তারিখম্যাচভেন্যুসময়
১৭-২১ জুনপ্রথম টেস্টগলসকাল
২৫-২৯ জুনদ্বিতীয় টেস্টকলম্বোসকাাল
২ জুলাইপ্র্রথম ওয়ানডেকলম্বোদিবারাত্রি
৫ জুলাইদ্বিতীয় ওয়ানডেকলম্বোদিবারাত্রি
৮ জুলাইতৃতীয় ওয়ানডেপাল্লেকেলেদিবারাত্রি
১০ জুলাইপ্রথম টি-টোয়েন্টিপাল্লেকেলেদিবারাত্রি
১৩ জুলাইদ্বিতীয় টি-টোয়েন্টিডাম্বুলাদিবারাত্রি
১৬ জুলাইতৃৃতীয় টি-টোয়েন্টিকলম্বোদিবারাত্রি

আরো পড়ুন: বাংলাদেশ