আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

ছবি: আফগানিস্তান ও বাংলাদেশ দল

পূর্ব প্রস্তাবিত একটি সিরিজ কয়েকবার স্থগিত হওয়ার পর এবার দুটি বোর্ডের মধ্যে আলোচনা শুরু হয়েছে একটি টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। সবকিছু ঠিক থাকলে এই সিরিজে থাকতে পারেন তিনটি টি-টোয়েন্টি। এই ব্যাপারে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাও।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে জাদেজার ঘাড়ে মিরাজের নিঃশ্বাস
৮ ঘন্টা আগে
তিনি বলেছেন, 'আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।'
সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, 'আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।'

প্রাথমিকভাবে আফগানিস্তান ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে সিরিজটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
১ ঘন্টা আগে
এরপর ভারতের গ্রেটার নয়ডায় জুলাই-আগস্ট মাসে একটি সীমিত ওভারের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) আয়োজনের প্রস্তাব দেয় এসিবি, কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। বিসিবির ধারণা ছিল সেই সময় ভারতের সেই অংশের আবহাওয়া সিরিজ খেলার জন্য আদর্শ হবে না।
বাংলাদেশ ও আফগানিস্তান শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে। এবার দুই দেশের ক্রিকেট বোর্ডই সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজনের আত্মবিশ্বাসী।