শান্তর মতো ট্রফি জিততে চান তাসকিন-তানজিমরাও

বাংলাদেশ
শান্তর মতো ট্রফি জিততে চান তাসকিন-তানজিমরাও
তাসকিন আহমেদের (ডানে) সঙ্গে উইকেট উদযাপনে নাজমুল হোসেন শান্ত (বামে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি’, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে এমন আশার কথাই শুনিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও এমন ইতিবাচক মনোভাব ধরে রাখেন তিনি। ম্যাচের দিন সকালেও আইসিসি প্রকাশিত একটি ভিডিওতে তাকে একই কথা বলতে দেখা যায়। তার সঙ্গে কি লক্ষ্যের কথা জানান দলের দুই পেসার তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। যদিও দল হিসেবে সাম্প্রতিক সময়ে ছন্দে নেই বাংলাদেশ। নিজেদের সবশেষ দুই ওয়ানডে সিরিজে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।

তবুও আইসিসির সেই ভিডিওতে ইতিবাচক দেখা যায় শান্তকে, 'আমরা ট্রফি জয়ের কথা চিন্তা করতে পারি, কারণ আমাদের দলটি খুব ভালো। খুবই ভারসাম্যপূর্ণ দল আমাদের। যদি আমরা যথাযথ পরিকল্পনা করতে পারি ও নির্দিষ্ট দিনে বাস্তবায়ন করতে পারি, আমরা অবশ্যই ট্রফি জিততে পারি।'

শান্তর স্বপ্নের প্রতিধ্বনি শোনা যায় তাসকিনের কণ্ঠেও, 'আমরা যদি ট্রফি জয়ের স্বপ্নই না দেখতে পারি, তাহলে জিতব কিভাবে? প্রতিটি পদক্ষেপে ক্রমেই আমরা উন্নতি করছি। আশা করি, এবার এটি হবে।'

বাংলাদেশ জাতীয় দল এখন পর্যন্ত আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি। আইসিসির কোনো আসরে উল্লেখ করার মতো তেমন পারফরম্যান্সও এই বাংলাদেশের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে পারলে দারুণ কিছুই হবে বলে মনে করেন তানজিম।

তিনি বলেন, 'আমাদের জন্য সেটি হবে খুবই খুশির মুহূর্ত, কারণ আমাদের কোনো আন্তর্জাতিক ট্রফি নেই। আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, আমাদের জন্য এটি হবে স্মরণীয় ও ঐতিহাসিক টুর্নামেন্ট।'
 

আরো পড়ুন: নাজমুল হোসেন শান্ত