বাংলাদেশ নিয়ে করা পন্টিংয়ের মন্তব্যে মতামত নেই শান্তর

ছবি: নাজমুল হোসেন শান্ত (বামে) ও রিকি পন্টিং (ডানে), ক্রিকফ্রেঞ্জি

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আইসিসির রিভিউয়েতে ৮ দলের শক্তিমত্তা-দূর্বলতা নিতে কথা বলেছেন রিকি পন্টিং। জনপ্রিয় উপস্থাপিকা ও জসপ্রিত বুমরাহর স্ত্রী সানজানা গানেশানের সঙ্গে আলাপকালে বাংলাদেশের চেয়েও আফগানিস্তানকে এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পন্টিং মনে করেন, বাংলাদেশের স্কোয়াডে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব দেখছেন তিনি।
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
এ প্রসঙ্গে পন্টিং বলেছিলেন, ‘সত্যি কথা বলতে, তারা (বাংলাদেশ) চ্যাম্পিয়নস ট্রফিতে বেশ ভুগতে চলেছে। আমার মনে হয়, অন্য দলগুলোর সঙ্গে মানের বিচার করলে এই দলটা পিছিয়ে থাকবে। তাদের দলে কোয়ালিটির (মানসম্পন্ন খেলোয়াড়ের) কিছুটা অভাব আছে।.....আমার তো মনে হয় চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের (ভালো করার) সম্ভাবনা বেশি।’
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন মন্তব্যের পর শান্তর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার কোন মতামত নেই এই বিষয়ে।’

৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে টাইগারদের। সেরা চারে যাওয়ার কাজটা বাংলাদেশের জন্য যে সহজ হবে না সেটা ভালো করে জানেন শান্তও।
বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং
২২ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের অধিনায়ক মনে করেন, তিন দলের সঙ্গেই তাদের কষ্ট করে খেলতে হবে। শান্ত বলেন, ‘আমি একটু আগে বললাম নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না। তাদের পুরো দলটাই ভালো। শুধু ভারতের কথা বলব না পাকিস্তান, নিউজিল্যান্ড তিনটাই ব্যালেন্স দল। সুতরাং তিনটা দলের সঙ্গেই আমাদের কষ্ট করে খেলতে হবে।’
যদিও শান্ত বিশ্বাস করেন, দলের সবাই নিজেদের কাজটা করতে পারলে যেকোন দলকেই হারানো সম্ভব। তিনি বলেন, ‘আলাদাভাবে আমি চিন্তা করছি না। একটা সময় ছিল আমাদের পেস বোলার ছিল না কিন্তু এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট। রিস্ট স্পিনার ছিল না, রিস্ট স্পিনার আমাদের আছে। সবমিলিয়ে আমার মনে হয় খুব ব্যালেন্স একটা দল। সবাই যদি সবার দায়িত্বটা পালন করতে পারি তাহলে মনে হয় যেকোন দলকে যেকোন সময় হারানো সম্ভব।’