promotional_ad

‘লিটন এক্সপোজ হয়ে গেছে, আস্থা হারিয়ে ফেলেছি’

ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন দাস
‘লিটন দাস ক্লাস প্লেয়ার!’ নিয়মিত যারা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ-খবর রাখেন তারা এমন কথা শুনেছেন সকাল-বিকেল করে। তবে ব্যাট হাতে ধারাবাহিকতা নেই ‘ক্লাসিক্যাল’ লিটনের। ডানহাতি ব্যাটারের ব্যাটিং দেখা যেন চোখের শান্তি। তুলির আঁচড়ে মোনালিসা এঁকেছিলেন ইতালির প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। অনেকের কাছে বাইশ গজে লিটন সেই মোনালিসা আঁকেন ব্যাট হাতে।

promotional_ad

অথচ সাম্প্রতিক সময়ে রান করতেই যেন ভুলে গেছেন বাংলাদেশের এই ওপেনার। তিন সংস্করণ মিলিয়ে জাতীয় দলের হয়ে সর্বশেষ ১৯ ইনিংসে কোন হাফ সেঞ্চুরি নেই লিটনের। গত বছর ৫ ওয়ানডে খেলা এই ব্যাটার রান করেছেন মোটে ৬। যেখানে তিনবারই আউট হয়েছেন শূন্য রানে। এমন পারফরম্যান্সের জেরে লিটনকে বাদ দেয়ার দাবি ছিল অনেকদিন থেকেই। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন হতাশা প্রকাশ করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। 


আরো পড়ুন

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ঢাকার কাছে হারল সিলেট

২০ জানুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

প্রয়োজন হলে তাকে বিশ্রামের পাঠানোর ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন বিসিবির প্রধান নির্বাচক। অবশেষে নিজের কথা রেখেছেন গাজী আশরাফ। জাতীয় দলের পর বিপিএলেও পারফর্ম করতে না পারা লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশ। কয়েকদিন ধরে চলতে থাকা গুঞ্জনের সত্যতাও মিলেছে। লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। তাকে বাদ দেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে গাজী আশরাফ জানান, লিটন এক্সপোজ হয়ে গেছে তাই তারা আস্থা হারিয়েছেন। 


এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’



promotional_ad

সাম্প্রতিক সময়ে জুটি হিসেবে রানের দেখা পাচ্ছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইনিংস শুরু করতে তাদের দুজনের উপরই ভরসা করছে বিসিবি। লিটনের ক্লাস নিয়ে সন্দেহ না থাকলেও তাকে বাদ দিতে বাধ্য হয়েছেন তারা। তবে এমন সময়ে জাতীয় দলের কোচিং প্যানেল কিংবা বিশেজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন বলে জানান গাজী আশরাফ। তাঁর বিশ্বাস ফর্মের এই সংকট থেকে লিটনকে তারা বের করে আনতে পারবেন।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন সৈকত

৪ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফাইল ফটো

গাজী আশরাফ বলেন, ‘সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে।’


আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর কাটিয়ে দিলেও এখনও ধারাবাহিক হতে পারেননি লিটন। মাঝে কয়েক বছর সব সংস্করণেই নিয়মিত রান করেছেন তিনি। তবে ডানহাতি এই ব্যাটারকে বাদ দিতে নিকট অতীতের পারফরম্যান্স বিবেচনায় নিয়েছেন তারা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট কিটসের ব্যাটিং উইকেটে খেলেছে বাংলাদেশ। দল হিসেবে বড় পুঁজি পেলেও লিটন সেই তিন ম্যাচে করেছেন মাত্র ৬ রান। এমন উইকেটেও রান করতে না পারায় রাওয়ালপিন্ডিতে তাকে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেননি নির্বাচকরা। 



গাজী আশরাফের ভাষ্য, ‘লিটনের অতীত পারফরম্যান্স, ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। উইন্ডিজে আমরা সব ম্যাচেই রান করেছি। দুই ম্যাচে তিন শ পেরিয়েছি। উইকেট খুব ভালো ছিল। সেখানেও (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমরা পিন্ডিতে খেলব। খুব ভালো ব্যাটিং উইকেট। নিউজিল্যান্ড ৩৩৬ করেও হেরে গেছে। টপ অর্ডারই রান করেছে। অর্থাৎ ওপর থেকেই রান আসতে হবে। তাই আউট অব ফর্ম কাউকে নিতে পারছি না। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও কঠিন চ্যালেঞ্জ থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball