
‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ফর্মে আছেন সাইফ হাসান। সেই ফর্মের প্রতিদান পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ৬ ম্যাচে ১৩২ রান করেছেন তিনি। পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করতে পারেননি তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। তিন বছরের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে নেদারল্যান্ডস ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। যদিও জাকের আলী অনিকের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সোহানকে। সেই সঙ্গে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে ফেরানোর ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একটি মন্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যতদিন মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে আছেন তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।
শেষবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অসাধারণ পারফরম্যান্স করেই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন নাইম শেখ। তবে ডিপিএলে অনবদ্য পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ পেলেন না মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো বার্তাও পাননি এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের বার্মিংহামের পর ভারতের চেন্নাইয়ে দেয়া বোলিং অ্যাকশনের পরীক্ষায়ও ফেল সাকিব আল হাসান। টানা দু’বার পাশ করতে না পারায় বোলিংয়ে নিষিদ্ধ সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকার সম্ভাবনা একেবারেই ছিল না। শেষ পর্যন্ত হয়েছেও তাই। শুধুমাত্র ব্যাটার সাকিবের উপর আস্থা রাখতে না পারায় তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিবকে না রাখার ব্যাখ্যায় পাবলিকলি খোলামেলা আলোচনা করতে চান না গাজী আশরাফ হোসেন লিপু।
‘লিটন দাস ক্লাস প্লেয়ার!’ নিয়মিত যারা বাংলাদেশের ক্রিকেটের খোঁজ-খবর রাখেন তারা এমন কথা শুনেছেন সকাল-বিকেল করে। তবে ব্যাট হাতে ধারাবাহিকতা নেই ‘ক্লাসিক্যাল’ লিটনের। ডানহাতি ব্যাটারের ব্যাটিং দেখা যেন চোখের শান্তি। তুলির আঁচড়ে মোনালিসা এঁকেছিলেন ইতালির প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। অনেকের কাছে বাইশ গজে লিটন সেই মোনালিসা আঁকেন ব্যাট হাতে।
‘এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর একদিন আগে এমনটাই জানিয়েছিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক আপাতত বিপিএল নিয়েই ব্যস্ত থাকতে চান। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে থাকা তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি।
০,০,২,৪,০,০—এমন সংখ্যা দেখে হয়ত কোন ফোন নম্বরের ডিজিট ভেবে নিতে পারেন। তাতে অবশ্য খুব বেশি অবাক হওয়ার হয়ত থাকবে না। তবে সংখ্যাগুলো একেবারেই কারও ফোন নম্বরের প্রথম, শেষ কিংবা মাঝের ডিজিট নয়। আদৌতে এটি লিটন দাসের সবশেষ ছয় আন্তর্জাতিক ম্যাচের রান। লম্বা সময় ধরেই ব্যাট হাতে রানের দেখা নেই বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারের। ওয়ানডেতে ছন্দহীন লিটন রানের দেখা পাননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও। আকিল হোসেনের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়েছেন গোল্ডেন ডাক মেরে।