এক মাস আগেই ‘পুরোনো ঘর’ রাজস্থানে ফিরতে চেয়েছিলেন জাদেজা
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার চেয়ে ১২২ রানে পিছিয়ে ছিল ভারত, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু মাত্র ছয় ঘণ্টার নাটকীয় ক্রিকেটে সবকিছু ওলট-পালট হয়ে যায়। শুভমান গিলের দল গুটিয়ে যায় মাত্র ১৮৯ রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারাও। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে।
সাম্প্রতিক সময়ে ভারতের ওয়ানডে দলে বড় পরিবর্তন এসেছে। শুভমান গিলের অধিনায়কত্বে আগামী অস্ট্রেলিয়া সফরের দলে পাঁচটি পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা। যার মধ্যে একটি হচ্ছে রবীন্দ্র জাদেজার বাদ পড়া। দল থেকে বাদ পড়ে অবশ্য অবাক হননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। এটা আগে থেকেই জানতেন তিনি।
ধীরগতির উইকেটে ইয়াশভি জয়সাওয়াল, শুভমান গিলের দুর্দান্ত দুটি সেঞ্চুরি এবং সাই সুদর্শনের দারুণ ব্যাটিংয়ে ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট ৫১৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে রবীন্দ্র জাদেজার স্পিনের সামনে রীতিমতো দিশেহারা ক্যারিবিয়ানরা। চার উইকেটে ১৪০ রান করেছে দলটি। দিল্লিতে এখন ৩৭৮ রানে পিছিয়ে আছে রস্টন চেজের দল।
জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পেস বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিলেন সিরাজ। ডানহাতি পেসারের সঙ্গে রবীন্দ্র জাদেজা চারটি ও কুলদীপ যাদব নিয়েছেন দুইটি। সিরাজ, জাদেজা ও কুলদীপের বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে দেড়শও ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের ১৪৬ রানে অল আউট করে ইনিংস ও ১৪০ রানে জয় পেয়েছে ভারত। দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেলেন শুভমান গিলরা।
আহমেদাবাদে আগের দিনই ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে অল আউট করে দিয়েছিল ভারত। এরপর ব্যাট হাতেও বড় রানের সম্ভাবনা জাগিয়েছিল তারা। দ্বিতীয় দিন শেষে সেই সম্ভাবনাই ভারতের রান পাহাড়ের ইঙ্গিত দিচ্ছে। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিন শেষে ভারত ২৮৬ রানের লিড নিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে রবীন্দ্র জাদেজাকে টপকে অনেকবারই আইসিসির অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছেন সাকিব আল হাসান। যেকোনো ফরম্যাটে শ্রেষ্ঠত্বের প্রমাণ বহুবার দিয়েছেন তিনি। ব্যতিক্রম নন জাদেজাও। তুলনামূলক বড় দলের সঙ্গে পারফর্ম করে সবসময় আলোচনায় ছিলেন ভারতের এই অলরাউন্ডার।
৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান! অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে শুভমান গিলের আছে চারটা সেঞ্চুরিও। তবে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কের চেয়ে রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রাখছেন অজয় জাদেজা। ভারতের সাবেক ক্রিকেটারের চোখে ইংল্যান্ডে বিপক্ষে গিলের চেয়েও বেশি ধারাবাহিক ছিলেন জাদেজা।
সেঞ্চুরি থেকে তখন ১১ রান দূরে রবীন্দ্র জাদেজা! তিন অঙ্ক ছুঁতে আরেক ব্যাটার ওয়াশিংটন সুন্দরের চাই ২০ রান। ম্যানচেস্টার টেস্টের শেষদিনের শেষ বিকেলে তখনো বাকি ১৫ ওভারের খেলা। এমন সময় ওয়াশিংটন ও জাদেজার কাছে গিয়ে হাত মেলাতে চাইলেন বেন স্টোকস। জয়ের সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়েই ইংল্যান্ডের অধিনায়ক এগিয়ে গিয়েছিলেন, সেটা বুঝতে বাকি থাকার কথা নয়। তবে ভারতের দুই ব্যাটারের কেউই হাত মেলালেন না। পরোক্ষণেই আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানালেন স্টোকস। তাতেও কাজ হলো না।
লর্ডসে ঐতিহাসিক এক মহারণ শেষ হলো মাত্র ২৩ রানের ব্যবধানে। শোয়েব বশিরের বলে মোহাম্মদ সিরাজের ডিফেন্স, কিন্তু বল ফিরে গিয়ে ভেঙে দিল স্টাম্প। সঙ্গে ভেঙে গেল ভারতের স্বপ্নও। এমন এক লড়াইয়ের পর ভারতীয় শিবিরে আছে কষ্টের দীর্ঘশ্বাস, সঙ্গে খানিকটা গর্বও।
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যর্থতার পর দলীয় শৃঙ্খলা ও প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তৈরি হয় ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি)। এর একটি নিয়ম ছিল কেউ আলাদা করে মাঠে যেতে পারবে না, সবাইকে টিম বাসে যেতে হবে।
রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেয়ার পর ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যে কয়টি নাম আলোচনায় ছিল, সেই তালিকায় কোথাও ছিল না রবীন্দ্র জাদেজার নাম। অনেকটা প্রত্যাশিতভাবেই টেস্ট দলের নেতৃত্বভার তুলে দেয়া হয় তরুণ টপ অর্ডার ব্যাটার শুভমান গিলের হাতে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই গিলকে বেছে নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।