তিনি জানান, লন্ডন, দুবাই কিংবা অস্ট্রেলিয়ার মতো জায়গায় গেলেও জাদেজা বাজে অভ্যাস থেকে দূরে থাকেন। জাদেজার স্ত্রী পরিচয়ের পাশাপাশি রিভাবা গুজরাটের বিধানসভার সদস্য ও রাজ্য সরকারের প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষাবিষয়ক মন্ত্রী। গুজরাটে একটি জনসভায় এমন বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন তিনি।
সামাজিকযোগামাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রিভাবা বলছেন, ‘আমার স্বামী, ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে, লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো অনেক দেশে ক্রিকেট খেলতে যেতে হয়। তবু আজ পর্যন্ত তিনি কোনো ধরনের আসক্তি বা কোনো বাজে অভ্যাসে জড়াননি; কারণ, তিনি তাঁর দায়িত্ব বোঝেন। দলের বাকিরা সবাই বাজে কর্মকাণ্ডে লিপ্ত হন, কিন্তু তাঁদের ওপর কোনো বিধিনিষেধ নেই।’
২০০৯ সালে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ক্রিকেট অভিষেক হয় জাদেজার। কয়েক বছর পর ২০১২ সালে প্রথমবারের মতো ভারতের টেস্ট জার্সি গায়ে জড়ান। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে ভারতের হয়ে ৮৯ টেস্ট, ২০৭ ওয়ানডে ৭৪ টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ৭ হাজারের বেশি রানের পাশাপাশি ছয়শর বেশি উইকেট নিয়েছেন।
এত বছর ধরে ক্রিকেট খেলায় নিয়মিতই দেশের বাইরে থাকতে হয়েছে জাদেজা। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দুবাইয়ের মতো জায়গায়তে ভ্রমণ করতে হয় তাকে। রিভাবা জানান, যা খুশি করার অধিকার থাকলেও কী মানতে হবে সেটা জানেন জাদেজা। তিনি বলেন, ‘আমার স্বামী ১২ বছর বাড়ির বাইরে। তিনি যা খুশি করতে পারেন, কিন্তু তাঁকে কী মানতে হবে, সেই নৈতিক কর্তব্যটা তিনি জানেন।’