পিসিবির পাঠানো আইনি নোটিশ ছিড়ে ফেললেন মুলতান সুলতান্সের মালিক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম সফল দল ধরা হয় মুলতান সুলতান্সকে। ২০২১ পিএসএলের চ্যাম্পিয়ন ছিল দলটি। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলি খান তারিন পাকিস্তান সুপার লিগ নিয়ে কড়া সমালোচনা করেন। এর প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আইনি নোটিশ পাঠায়।