ইফতিখারের চোখে রিশাদ ‘অসাধারণ’ লেগ স্পিনার

ছবি: ইফতিখার আহমেদ (বামে) ও রিশাদ হোসেন (ডানে)

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ১৪ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন রিশাদ। এমন পারফরম্যান্সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও জনপ্রিয়তা বাড়ে ২২ বছর বয়সী লেগ স্পিনারের। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছিলেন তিনি। ন্যাশনাল টরেন্টোর হয়ে খেলার কথা থাকলেও ভিসা জটিলতায় কানাডায় যেতে পারেননি।
পিএসএলে রিশাদকে রিটেইন করতে চায় লাহোর কালান্দার্স
১৯ এপ্রিল ২৫
এমনকি খেলা হয়নি জিম-আফ্রো টি-টেন লিগেও। রিশাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ ছিল বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলা। রিকি পন্টিংয়ের দলের হয়ে খেলার সুযোগ থাকলেও এনওসি না পাওয়ায় অস্ট্রেলিয়া যেতে পারেননি। তবে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হয়েছে পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে এখন পর্যন্ত সবার প্রত্যাশাও মিটিয়েছেন তিনি।

প্রথম ম্যাচে সুযোগ না পেলেও কোয়েটা ও করাচির বিপক্ষে ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। রিশাদের পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানের সঙ্গে। সেই দলের হয়ে খেলছেন ইফতিখার। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলায় ২২ বছর বয়সী লেগ স্পিনারকে খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানের অলরাউন্ডারের। যদিও ইফতিখারের কাছে রিশাদ অসাধারণ একজন স্পিনার।
‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’
১৬ এপ্রিল ২৫
এ প্রসঙ্গে ইফতিখার বলেন, ‘রিশাদ পিএসএলে খুব ভালো বোলিং করছে। বিপিএলে খেলার সময় আমি তাকে খেলেছি। রিশাদ যেভাবে বাংলাদেশের হয়ে পারফর্ম করছে সেটা দারুণ। আমার চোখে সে অসাধারণ একজন স্পিনার। আপনি যে দলের বিপক্ষেই খেলুন না কেন তাদের (লেগ স্পিনার) মোকাবেলা করতে কিছু পরিকল্পনা করতে হয়। আমাদেরও পরিকল্পনা আছে, চেষ্টা করবো মাঠে সেটা বাস্তবায়ন করতে।’
পিএসএলের চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে রিশাদের লাহোর। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুইয়ে। বিপরীতে তিন ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুলতান। ফলে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে আছেন ইফতিখার-মোহাম্মদ রিজওয়ানরা। মুলতান যেখানে প্রথম জয় পেতে চাইবে সেখানে তাদেরকে হারিয়ে এগিয়ে যেতে চাইবে লাহোর।