
কোচিংয়ের সুযোগ পেলে লুফে নিতে চান পূজারা
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।
সব ধরনের ক্রিকেটে থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার। ভারতের হয়ে পূজারার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের জুনে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
ভারতের টেস্ট ক্রিকেট এখন এক পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন দলের অন্যতম ভরসা ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের অবসরের পর নেতৃত্বের ভার এখন নতুন প্রজন্মের কাঁধে। সামনের মাসে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সফরে নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমান গিলকে।
রোহিত শর্মা না থাকায় বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ইয়াশভি জয়সাওয়ালের সঙ্গে ওপেনিং করেছিলেন লোকেশ রাহুল। প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে জমে ওঠে তাদের দুজনের জুটি। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২০১ রান। মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দিয়ে ৭৭ রানের ইনিংস খেলা রাহুল ফিরলে ভাঙে তাদের জুটি।