promotional_ad

বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় খুশদিল শাহ
পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত করা হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।

promotional_ad

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির ব্যাপারটি জানিয়েছে আইসিসি। ঘটনাটি পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে। জাকারি ফক্সের তৃতীয় বলটি মিড-অন দিয়ে উড়িয়ে মারেন খুশদিল। এরপর বোলারের দিকে দৌড়ে গিয়ে তার বাঁ কাঁধ দিয়ে ধাক্কা দেন।


আরো পড়ুন

বিপিএলে ভালো খেলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফাহিম ও খুশদিল

৩১ জানুয়ারি ২৫
খুশদিল শাহ (বামে) ও ফাহিম আশরাফ (ডানে), ক্রিকফ্রেঞ্জি

বোলার তখন দেখতে পাননি খুশদিলকে। কারণ তিনি পেছনে ফিরে ছিলেন। এরপর আম্পায়ার খুশদিলকে ডেকে সর্তর্ক করে দেন। খুশদিল মাঠের দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারি জেফ ক্রো দ্বারা আরোপিত শাস্তি মেনে নিয়েছিলেন।



promotional_ad

ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৩২ রান করেন খুশদিল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনিই। বাকি ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৯১ রানে। 


আরো পড়ুন

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

৬ ঘন্টা আগে
পাকিস্তান দল ও ইনজামাম উল হক

এরপর ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনের ব্যাটে ভর করে ১০.১ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ডাবলিনে। সেখানে সিরিজে ফেরার সুযোগ রয়েছে সফরকারীদের।



পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। চলতি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান বাদ দিয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। মূলত তারুণ্য নির্ভর দল গড়তেই এই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়েছে পিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball