২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক সম্প্রতি বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রাম থেকে বিরতি নিয়েছিলেন। এই বিরতিতেই কোর্স সম্পন্ন করার জন্য ইংল্যান্ডে যান আকবর।
তিনি অনেক আগে থেকেই এই কোর্সটি সম্পন্ন করতে চেয়েছিলেন। এই উইকেটরক্ষক ব্যাটারের বিশ্বাস এই কোর্স তার খেলার উন্নতি আনবে এবং মানুষ হিসেবেও নিজেকে বিকশিত করতে পারেন তিনি।
আকবর নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, 'আমি সবসময়ই খুব অল্প বয়স থেকেই এটি করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে যেমন উন্নত হতে সাহায্য করবে, তেমনি একজন মানুষ হিসেবেও বিকশিত করবে।'
আকবর এই কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ধন্যবাদ জানিয়েছেন আকবর। তিনি কৃতজ্ঞতা স্বীকার করে লিখেছেন, 'এই কোর্সটি সম্পূর্ণ করতে সহযোগিতার জন্য আমি বিসিবি এবং ইসিবিকে ধন্যবাদ জানাই।'
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলা অনেক ক্রিকেটারই নিজেদের খেলার মান বাড়াতে কোচিং কোর্স করে থাকেন। এর আগে সাউথ আফ্রিকার জেপি ডুমিনি এই কোর্স করে বেশ সফল হয়েছিলেন। আকবরও সেই পথেই হাটলেন।