অনূর্ধ্ব-১২ এর বাচ্চারাও এই ভুল করবে না: আকবর

বাংলাদেশ
অনূর্ধ্ব-১২ এর বাচ্চারাও এই ভুল করবে না: আকবর
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আকবর আলী, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে গেলেও নিজের সেই ভুল থ্রো নিয়েই বেশি আলোচনায় আছেন আকবর আলী। এমনকি দেশে ফিরেও বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক স্বীকার করেছেন, এমন ভুলের কোনো ব্যাখাই নেই তার কাছে!

সেমিফাইনালের শেষ বলে ভারতের দরকার ছিল চার রান। হার্শ দুবের লং অনের দিকে মারা শটটি সহজেই নিয়েছিলেন জিশান আলম। সেখান থেকে বল ফিরে আসে আকবরের হাতে। ব্যাটাররা দুই রান নেয়ার পরও রানআউটের সুযোগ ছিল।

কিন্তু আকবর বল হাতে রেখেই স্টাম্প ভাঙার বদলে একটু দূর থেকে থ্রো করেন, যেখানে কোনো ফিল্ডারই ছিলেন না। সুযোগ পেয়ে ভারতীয় ব্যাটাররা নেন অতিরিক্ত একটি রান, আর তাতেই ম্যাচ সুপার ওভারে চলে যায়।

পেসার রিপন মন্ডলের নৈপুণ্যে সুপার ওভারে জিতে অবশ্য ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে আবারও সুপার ওভারে গিয়ে হারে আকবরের দল।

দেশে ফিরে আকবর বলেন, 'আসলে ওই মুহূর্তে কী হয়েছে আমি নিজেও জানি না, ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা জাস্ট হয়ে গিয়েছে। বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলব যে অনূর্ধ্ব-১২ এর বাচ্চাদেরও ভুল না।'

'তো আসলে আমি এটাই বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।'

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো টানা দুই ম্যাচে সুপার ওভার খেলেনি কোনো দল। ভারত এবং পাকিস্তানের 'এ' দলের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ গড়ানোয় কিছুটা হতবাক হয়েছেন আকবর।

তিনি বলেন, 'আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত। কারণ সুপার ওভার আপনার হয়ই কালেভদ্রে। বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দুটা ম্যাচ সুপার ওভার খেলেছি।'

'সুপার ওভারে আপনি যখন যাবেন আপনাকে শটস খেলতেই হবে। সেটা ইন্ডিয়ানরা বলুন, আমরা বলুন, পাকিস্তান বলুন যারাই যাবে শটস খেলতেই হবে। এখন ওখানে আপনাকে হাই রিস্ক শটই খেলতে হয় স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে।'

ট্রফি হাতে না নিয়ে ফিরলেও পুরো টুর্নামেন্টকে বেশ সফল হিসেবে দাবী করছেন আকবর। দল হিসেবে খেলোয়াড়দের পারফরম্যান্স মনে ধরেছে এই উইকেটরক্ষকের।

আকবর আরো বলেন, 'আমরা আলহামদুলিল্লাহ বেশীরভাগ পার্টেই ভালো ক্রিকেট খেলেছি গ্রুপ হিসেবে। বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল যেটা আমরা সবাই জানি। তো আমি বলব যে ভালো একটা টুর্নামেন্ট ছিল।'

'যদি ফাইনালটা আমরা জিততে পারতাম আর কোনো কোনো ম্যাচে আরও কোনো কোনো ভুল কম করতাম তাহলে হয়তোবা আমি বলতাম যে একদম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।'

আরো পড়ুন: আকবর আলী