দুর্দান্ত বোলিংয়ে রিশাদের ৩ উইকেট, হোবার্টের জয়
বিগ ব্যাশে সময়টা বেশ ভালো যাচ্ছিল রিশাদ হোসেনের। তবে সবশেষ দুই ম্যাচে উইকেটের দেখা পাননি। পার্থ স্কর্চার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটশূন্য থাকার পর বল হাতে দুতি ছড়ালেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে। ৪ ওভার মাত্র ২৬ রান খরচায় ফিরিয়েছেন হ্যারি মানেনটি, জেমি ওভারটন এবং লুড উডকে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের তিন উইকেট পাওয়ার দিনে ৩৭ রানের জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। ৮ ম্যাচের ছয়টিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রিশাদের হোবার্ট।