মেহেদী-জয়ের ঝড়ের পর আমেরের দুর্দান্ত বোলিংয়ে জিতল চট্টগ্রাম
মাহমুদুল হাসান জয়ের সঙ্গে অ্যাডাম রসিংটন ও শেখ মেহেদীর দুর্দান্ত ইনিংসে দুইশ ছোঁয়া পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। বন্দর নগরীর দলকে জেতাতে বাকি কাজটা সেরেছেন আমের জামাল, শরিফুল ইসলামরা। একপ্রান্ত আগলে রেখে আফিফ হোসেন টেনে নেয়ার চেষ্টা করলেও চট্টগ্রামের বোলাররা সেটা করতে দেননি। শেষের দিকে ৯ বলে ২৫ রানের ক্যামিও খেলেন খালেদ আহমেদ। তবুও সিলেট টাইটান্সকে জয় এনে দিতে পারেননি তিনি। দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে ৪ উইকেট নেয়া আমেরের সঙ্গে বাকিদের প্রচেষ্টায় সিলেটকে ১৮৪ রানে আটকে দেয় চট্টগ্রাম। স্বাগতিক সিলেটকে ১৪ রানে হারিয়ে শীর্ষে উঠেছেন মিজানুর রহমান বাবুলের শিষ্যরা।