যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র নারী দলকে ২১ রানে হারিয়ে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্র।