
‘আমার মালান হয়ে ওঠার পেছনে বিপিএল-ডিপিএলের বড় অবদান’
ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন দাভিদ মালান। জাতীয় দলে সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স। বিপিএল ও ডিপিএল খেলে আজকের মালান হয়ে ওঠায় বাংলাদেশের টুর্নামেন্টগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটার।