promotional_ad

‘দিনশেষে টাকা ম্যাটার করে’, পারিশ্রমিক বিতর্ক নিয়ে আরাফাত

গণমাধ্যমে কথা বলছেন আরাফাত সানি, ক্রিকফ্রেঞ্জি
সাম্প্রতিক সময়ে পারিশ্রমিক ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলোচনা সৃষ্টি হয়েছে। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। চিটাগাং কিংসে অবশ্য এই ধরনের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আরাফাত সানি।

promotional_ad

গতকালের ম্যাচে খুলনার বিপক্ষে বিশাল জয় তুলে নেয় চিটাগাং কিংস। দলটির হয়ে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার আরাফাত। পারিশ্রমিক নিয়ে কোনো অভিযোগই নেই তার। বরঞ্চ পারিশ্রমিক প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।


আরো পড়ুন

আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

৪ ফেব্রুয়ারি ২৫
বিপিএলের ম্যাচে আরাফাত সানি, ফেসবুক

আরাফাত বলেন, 'এখন পর্যন্ত আমাদের টিম থেকে এমন কোনো অভিযোগ আসেনি। আলহামদুলিল্লাহ, আমাদের কেউ বলেনি পারিশ্রমিক পায়নি। সবারই একটা প্রক্রিয়া থাকে, ৫০ শতাংশ বা ২৫ শতাংশ বা টুর্নামেন্টের মাঝপথে তো আমাদেরও এমন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দুই-একদিনের মধ্যে দিয়ে দিবে নিশ্চিত করেছে (৫০ শতাংশ)।'


'টাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, দিনশেষে টাকাটাই ম্যাটার করে। আমরা যারা খেলি টাকাটা ম্যাটার করে। আমাদের পেশা ক্রিকেট তো যখন পেমেন্ট পাই অবশ্যই ভালো লাগা থাকে। বিপিএল অনেক বড় টুর্নামেন্ট এতদিন ধরে হয়ে আসছে।'



promotional_ad

এদিকে বিপিএলে চার বিদেশির জায়গায় তিন বিদেশি খেলানো হবে কিনা সেটা নিয়েও চলছে জোর আলোচনা। আরাফাত অবশ্য চার বিদেশি খেলানোর পক্ষেই ভোট দিলেন। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মান উন্নয়ন হলে বিদেশি ক্রিকেটার তিন জন করে খেলালেও আপত্তি নেই তার।


আরো পড়ুন

খেলার পর হোটেলে ফিরে মায়ের মৃত্যুসংবাদ পেলেন খালেদ

১৭ জানুয়ারি ২৫
পুরষ্কার হাতে খালেদ আহমেদ, ফাইল ফটো

আরাফাত বলেন, 'আমি মনে করি না( বিদেশি খেলোয়াড় কমানো)। আমাদের উন্নতি করা গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো করি রেগুলার যদি এনসিএলে খেলি সেটা আমাদের পাওয়া। বিদেশি খেলোয়াড় আসবে খেলবে চলে যাবে। দিনশেষে খেলতে হবে লোকাল প্লেয়ারদের। এখানে নিজেকে প্রমাণের জায়গা আছে।'


'তরুণ খেলোয়াড়দের জন্য এনসিএল অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি নিয়মিত পারফর্ম করে বিপিএল ডমিনেট করি তখন হয়ত বোর্ড সিদ্ধান্ত নিতে পারে বিদেশি খেলোয়াড় চারের জায়গা তিন করবে কি না।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball