খেলার পর হোটেলে ফিরে মায়ের মৃত্যুসংবাদ পেলেন খালেদ

ফ্র্যাঞ্চাইজি লিগ
খেলার পর হোটেলে ফিরে মায়ের মৃত্যুসংবাদ পান খালেদ
পুরষ্কার হাতে খালেদ আহমেদ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মা হারিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল এবং চিটাগং কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) রাতে খালেদের মা মারা যান। মা হারানোর এমন দুঃসংবাদ খালেদ পেয়েছেন গতরাতে বিপিএলে চিটাগং কিংস-খুলনা টাইগার্স ম্যাচের পর। সেই ম্যাচে খেলেছিলেন খালেদ নিজেও।

দুই উইকেট নেয়া খালেদ দলের ৪৫ রানে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়ে হোটেলে ফিরেছিলেন। ফেরার কিছুক্ষণ পর এমন সংবাদে ভেঙে পড়েন এই পেসার।

এক বিবৃতিতে চিটাগাং কিংস তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুন।’

কয়েকদিন আগেই বিপিএলের সিলেট পর্বে খেলেছিলেন খালেদ। সেখানেই তার গ্রামের বাড়ি। তখন মায়ের সঙ্গে শেষ সাক্ষাত হয় তার। বিপিএলের আরেকটি ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সও খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

২০১৮ সালে বাংলাদেশ দলে পা রাখেন খালেদ এখন পর্যন্ত টাইগারদের হয়ে ১৫টি টেস্ট এবং দুটি ওয়ানডে খেলেছেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত চিটাগং কিংসের হয়ে ৫ ম্যাচ খেলে নিয়েছেন সাতটি উইকেট।
 

আরো পড়ুন: খালেদ আহমেদ