
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মুম্বাই জিতল দ্বিতীয় শিরোপা
আরও একটি ফাইনাল, আরও একটি জয়। আইপিএল ফাইনাল মানেই মুম্বাই ইন্ডিয়ান্সের জয়জয়কার। সেটা পুরুষ হোক বা নারী, ফাইনালে উঠে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি হেরেছে তা কমই হয়েছে। এবার মেয়েদের ফাইনালে আরও একবার শিরোপা জিতল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।