শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মুম্বাই জিতল দ্বিতীয় শিরোপা

ছবি: নারী আইপিএল

শনিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ডব্লুপিএলের তৃতীয় আসরের ফাইনাল। যেখানে দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) বা নারীদের আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ‘স্পিরিট কোচ’ জ্যাকি শ্রফ
১৫ মার্চ ২৫
অধিনায়ক হরমনপ্রীত করের ৬৬ রানের দুর্দান্ত ইনিংস এবং ন্যাট সিভার-ব্রান্টের অলরাউন্ড পারফরম্যান্স মুম্বাইকে জয়ের পথ গড়ে দেয়। টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেও হ্যাটট্রিক হারের স্বাদ পেতে হয়েছ দিল্লি ক্যাপিটালস।
টস জিতে মুম্বাই অধিনায়ক হারমানপ্রিত কউরকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। এরপর তৃতীয় উইকেটে ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউর মিলে গড়ে তোলেন ৮৯ রানের জুটি।

এই জুটিই মূলত মুম্বাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩০ রান করে আউট হন ন্যাট শিবার ব্রান্ট। ৪৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কউর। পরের ব্যাটাররা খুব বেশি কিছু করতে পারেননি। আমেলিয়া কের ২ রানে, সজিবান সাজানা শূন্য এবং গুনালান ১০ রান করে আউট হন। আমানজত কউর অপরাজিত থাকেন ১৪ রানে।
মারিজানে কাপ ১১ রান দিয়ে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে মারিজানে কাপের ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং জেমিমা রদ্রিগেজের ২১ বলে ৩০ রানের ওপর ভর করে জয়ের প্রায় কাছে চলে গিয়েছিলো দিল্লি ক্যাপিটালস।
শেষ দিকে নিকি প্রাসাদ ২৩ বলে ২৫ রান করেও দলকে জেতাতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসে থেমে যায় ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে। ন্যাট শিবার ব্রান্ট নেন ৩ উইকেট। জবাবে ১৪ রানে ২ উইকেট হারিয়ে চিন্তায় পরে মুম্বাই।