মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন দীপ্তি শর্মা। ভারতের তারকা অলরাউন্ডারকে পেতে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন অ্যামেলিয়া কার। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের খরচ হয়েছে ৩ কোটি। এ ছাড়া সোফি ডিভাইন ২ কোটি, মেগ ল্যানিং ১ কোটি ৯০ লাখ, শ্রী চারানি বিক্রি হয়েছেন ১ কোটি ৩০ লাখ রুপিতে।
নারী আইপিএলে পাঁচ দলের স্কোয়াড:
মুম্বাই ইন্ডিয়ান্স— ন্যাট-সিভার ব্র্যান্ট, হারমানপ্রীত কৌর, হেইলি ম্যাথিউস, আমানজোৎ কৌর জি কমলিনী, অ্যামেলিয়া কার, শবনম ইসমাইল, সংস্কৃতি গুপ্তা, সাজিভান সাজানা, রাহিলা ফেরদৌস, নিকোলা ক্যারি, পুনম খেমার, ত্রিভেনি ভাবিস্থা, নালা রেড্ডি, সাইকা ইসাক এবং মিলি ইলিংওর্থ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি, শ্রেয়াঙ্কা পাতিল, জর্জিয়া ভল, নাদিনে ডি ক্লার্ক, রাধা যাদব, লরেন বেল, লিনসে স্মিথ, প্রেমা রাওয়াত, অরুনধাতী রেড্ডি, পূজা ভাস্ত্রেকর, গ্রেস হ্যারি, গৌতমী নায়েক, প্রত্যুশা কুমার এবং ডি হেমলতা।
দিল্লি ক্যাপিটালস— জেমিমা রদ্রিগেজ, শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজান ক্যাপ, নিকি প্রসাদ, লরা উলভার্ট, শেনেলে হেনরি, শ্রী চারানি, স্নেহ রানা, লিজেলে লি, দিয়া যাদব, তানিয়া ভাটিয়া, মামতা মাদিবালা,নন্দনী শর্মা, লুসি হ্যামিল্টন এবং মিন্নু মানি।
গুজরাট জায়ান্টস— অ্যাশলে গার্ডনার, বেথ মুনি রেনুকা সিং, সোফি ডিভাইন, ভারতীয় ফুলমালি, তিতাস সান্ধু, কাশভি গৌতম, কানিকা আহুজা, তানুজা কানওয়ার, জর্জিয়া ওরেহাম, আনুশকা শর্মা, হ্যাপি কুমারি, কিম গার্থ , স্বস্তিকা ভাটিয়া, শিভানি সিং, ড্যানি ওয়াট, রাজেশ্রী গায়কোয়াড়, আয়ুশি সনি।
ইউপি ওয়ারিয়র্স— শ্রেতা শেহরাওয়াত দীপ্তি শর্মা, মেগ ল্যানিং, সোফি একলেস্টন, ফোবি লিচফিল্ড, কিরান নাভগিরে, হারলিন দেওল, ক্রান্তি গাউদ, আশা সোবহানা, দেওয়ান্দ্রা ডটিন, শিখা পান্ডে, শিপ্রা গিরি, সিমরান শেখ, তারা নরিস, ক্লোলে ট্রায়ন, সুমন মীনা, জি ত্রিশা, প্রাতিকা রাওয়াল।