
দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তামিমদের কাছে যেতে চান বুলবুল
সরকারি হস্তক্ষেপ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না পাওয়ায় বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে আরও পাঁচজন নির্বাচন বর্জন করলে সবমিলিয়ে ২১জন নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সরে দাঁড়ানো সংগঠকদের সঙ্গে নিয়েই কাজ করতে চান আমিনুল ইসলাম বুলবুল। এমনকি বিসিবি সভাপতি নিজেই তাদের কাছে যেতে চান।