
রহমতের ২৩৪, ডাবল সেঞ্চুরির অপেক্ষায় শহীদি
বুলাওয়েতে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের প্রথম টেস্টে চলছে ব্যাটারদের দাপট। চার সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির এই ম্যাচে চতুর্থ দিনেও শেষ হয়নি প্রথম ইনিংসের খেলা। শেষদিন তাই অবিশ্বাস্য কিছু না ঘটলে নিশ্চিত ড্র'য়ের পথে হাঁটছে এই টেস্ট। প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে। জবাবে এখন পর্যন্ত তিন উইকেটে ৫১৫ রান করেছে আফগানিস্তান। এখনও ৭১ রানে পিছিয়ে আছে দলটি।