শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে শুক্রবার। এই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার আঘাত পাওয়ার পর আরভিনের এমআরআই স্ক্যান করা হয়। সেখানে দেখা যায় তার বাম পায়ের পেশিতে গ্রেড-২ টিয়ার ধরা পড়েছে এবং এই ডান পায়ের পেশিতে আগেও চোট পেয়েছিলেন আরভিন।
৪০ বছর বয়সি আরভিন জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এবং ব্যাটিং লাইন-আপের গুরুত্বপূর্ণ সদস্য। সাম্প্রতিক বছরগুলোতে তাকে প্রায়ই ইনজুরির কারণে বাইরে থাকতে হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি ছিলেন না সন্তানসম্ভবা স্ত্রী পাশে থাকতে।
সেই ম্যাচে পিঠের চোটের কারণে উইলিয়ামসও খেলতে পারেননি। তবে দুজনেই গত এপ্রিলে-মেতে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে দলে ফিরেছিলেন। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই সিরিজই ছিল আরভিনের সর্বশেষ ওয়ানডে সিরিজ। আরভিনের অনুপস্থিতি জিম্বাবুয়ের জন্য ধাক্কা হলেও দলে ফিরেছেন তারকা ব্যাটার ব্রেন্ডন টেলর।
আইসিসির দেয়া তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। ওয়ানডে বরাবরই তার সবচেয়ে সফল ফরম্যাট, যেখানে তিনি ২০৩ ইনিংসে ১১টি সেঞ্চুরি করেছেন। আরভিন ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৮টি ওয়ানডে খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ৯২৬ রান, গড় ৩৩.৭৮। চারটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।