জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইলিয়ামস-টেইলর

আন্তর্জাতিক
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইলিয়ামস-টেইলররা
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন শন উইলিয়ামস (বামে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, যিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে।

চলতি সফরের ওয়ানডে সিরিজে শন উইলিয়ামসই অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন ছিটকে পড়ায় দলের হাল ধরেন উইলিয়ামস।

এদিকে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ওয়ানডে সিরিজে খেলেছেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর। সেই ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

তবে দলে জায়গা হয়নি নিউম্যান নিয়ামহুরি, ওয়েসলি মাধেভেরে, ভিনসেন্ট মাসেকেসা এবং তাফাদজো শিগার। গত মাসে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলা এই চার ক্রিকেটার এবার নির্বাচকদের ভাবনায় ছিলেন না।

তাদের জায়গায় দলে যুক্ত হয়েছেন দুই নতুন মুখ পেসার ব্র্যাড ইভান্স এবং তরুণ ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করতে এই সিরিজকে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই দেখছে জিম্বাবুয়ে। চলতি মাসের শেষে ঘরের মাঠে বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাই পর্ব।

জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ানডু, ক্লাইভ ম্যান্ডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস।

আরো পড়ুন: জিম্বাবুয়ে