promotional_ad

৩ বছর পর আফগানিস্তানের টেস্ট দলে রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রশিদ খান, সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলে ফিরেছেন রশিদ খান। অভিজ্ঞ এই স্পিনার গত তিন বছরের মধ্যে এবারই প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন।

promotional_ad

এর আগে কুঁচকির ইনজুরির কারণে চিকিৎসকের পরামর্শে দীর্ঘতম ফরম্যাট থেকে বিরতি নিয়েছিলেন রশিদ। ২০২১ সালের মার্চে আবুধাবিতে শেষবার টেস্ট খেলেছিলেন রশিদ। সেটাও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।


আফগানরা তাদের ১৮ সদস্যের দলে বেশ কিছু চমক রেখেছে। ঘরোয়াতে দারুণ পারফর্ম করা অলরাউন্ডার ইসমত আলম, বাঁহাতি স্পিনার জহির শেহজাদ এবং বাঁহাতি পেসার বশির আহমেদ আফগানসহ এই দলে অনভিষিক্ত ক্রিকেটার আছেন সাত জন।


promotional_ad

এ ছাড়া আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, রিয়াজ হাসান এবং সেদিকউল্লাহ অটলও আফগানিস্তানের টেস্ট দলে নাম লিখিয়েছেন। ওমরজাই, ফরিদ এবং রিয়াজ অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন।


যদিও গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়। সেই ম্যাচে একটি বলও হয়নি। এই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন নাসির জামাল, জিয়াউর রহমান শরিফী এবং ইব্রাহিম আবদুল রহিমজাই। বুলাওয়েতে  আগামী ২৬ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি চলবে দুই ম্যাচের এই সিরিজটি।


আফগানিস্তানের টেস্ট স্কোয়াড- হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইকরাম আলী খেল (উইকেটরক্ষক), আফসার জাজাই (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রহমান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball