
বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে
কারান ভাইয়েরা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সময়ে। বড় ভাই টম কারান খেলছেন পিএসএলে। আর ছোটো ভাই স্যাম কারান আইপিএলে। আর তাদের মেজো ভাই বেন কারান বাংলাদেশে খেলছেন জিম্বাবুয়ের হয়ে। দুই ভাই অলরাউন্ডার হলেও বেন পুরোদস্তর ওপেনিং ব্যাটার।