promotional_ad

ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত, ফাইল ফটো
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরই ইংল্যান্ড সফরে যাবে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে এটাই ভারতের প্রথম সিরিজ়। পুরোপুরি প্রস্তুত হয়েই ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলবে ভারত।

promotional_ad

এ কারণে সিরিজ শুরুর আগে লোকচক্ষুর আড়ালে নিজেদের মধ্যেই ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন রোহিত শর্মা- বিরাট কোহলিরা। সাধারণত কোনো দেশে গেলে সফরকারী দল সেই দেশের কাউন্টি দল বা বোর্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে থাকে।


আরো পড়ুন

মুম্বাই ছেড়ে গোয়ায় জয়সাওয়াল

১৮ ঘন্টা আগে
লম্বা সময় মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলেছন যশস্বী জয়সাওয়াল

তবে ভারত এক্ষেত্রে ব্যতিক্রমী দল। জানা গিয়েছে, ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের আগে সেখানকার কোনও কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। এর বদলে রোহিত শর্মারা ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবেন।



promotional_ad

সেই সময়ে ইংল্যান্ডের কাউন্টি দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ খেলতে সেখানে যাবে ভারত ‘এ’। গৌতম গম্ভীররা মূলত সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন। ভারতের গণমাধ্যম বলছে, কেন্ট কাউন্টির মাঠে হবে সেই প্রস্তুতি ম্যাচটি।


আরো পড়ুন

আবারও সারেতে ফিরলেন কেমার রোচ

২৮ মার্চ ২৫
গতবছরও সারের হয়ে খেলেছেন কেমার রোচ

ভারত অনিচ্ছা প্রকাশ করায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। অর্থাৎ, একরকম লোকচক্ষুর আড়ালেই ম্যাচটি খেলতে চায় গম্ভীরবাহিনী। ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু।



আইপিএল শেষ করে গিয়ে এর আগে একটি প্রস্তুতি ম্যাচই খেলবে ভারত। ম্যাচটি কয় তারিখে শুরু সেটা অবশ্য এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই। জানা গেছে, আইপিএলের মাঝামাঝি সময়ে এই ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করবে বিসিসিআই।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball