অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

ছবি: ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে বাজবল ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও ধারণা করছেন তিনি। এক সময় লাল বলের ক্রিকেটে খুবই বাজে সময় কাটাচ্ছিল ইংলিশরা। এরপর ম্যাককালামের হাতে ইংল্যান্ডের দায়িত্ব তুলে দেয়া হয়। ম্যাককালামের ডাকনাম 'বাজের' সঙ্গে মিল রেখে সেই ঘরানার ক্রিকেটের নাম দেয়া হয় বাজবল। লাল বলে বাজবল কার্যকর হলেও বেশ কিছু জায়গায় ব্যর্থতাও সঙ্গী হয়েছে অজিদের।
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
এর মধ্যে ভারতের বিপক্ষে সিরিজ হার কিংবা অজিদের বিপক্ষে অ্যাসেজ সিরিজ ড্র। এবার অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাসেজ সিরিজ খেলবে ইংলিশরা। তাই তাদের সামনে বড় চ্যালেঞ্জ। সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়াকে ফেভারিট তকমা দিয়েছেন ওয়ার্নার। তিনি অস্ট্রেলিয়ার বোলারদের সামর্থ্যের কথাও মনে করিয়ে দিয়েছেন ইংলিশদের।

ওয়ার্নার দ্য হান্ড্রেডে খেলতে এখন ইংল্যান্ডে। সেখানেই স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, 'এই মুহূর্তে অস্ট্রেলীয়রাই ফেভারিট। শুধু কন্ডিশন জানার কারণে নয়, তাদের বোলিং বিভাগে ১ হাজার ৪০০ আন্তর্জাতিক বা টেস্ট উইকেট আছে। তারা বিশ্বমানের বোলার, সবসময়ই ঘুরে দাঁড়াবে এবং এটাই ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় বাধা।'
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
ওয়ার্নার কথা বলেছেন বাজ বল নিয়েও। সাধারণত অস্ট্রেলিয়ার উইকেট একটু বেশি পেস বান্ধব। এমনকি কন্ডিশনও ইংল্যান্ডের মতো নয়। ইংল্যান্ড দল গত অ্যাসেজে যে সুবিধা পেয়েছে অস্ট্রেলিয়ায় তেমনটা পাবে না বলেই ধারণা ওয়ার্নারের। তাই তাদের পারফরম্যান্স নিয়ে শঙ্কা দেখছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার।
তিনি বলেন, 'আমি জানি না, বাজবল মিথ কিনা। তবে অস্ট্রেলিয়ায় বাউন্স ও অন্য সবকিছু বিবেচনায় এবং ইংল্যান্ডে তারা গতবার যে ফিল্ডিং সাজিয়েছিল, তাতে বাজবল কাজে আসবে বলে মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ায় এমন ঘরানার ক্রিকেট খেলা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে।'