বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বোল্ড অ্যান্ড বিউটিফুল: আসিফ
নিরাপত্তা ইস্যু থাকায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই অবস্থানেই অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেই চূড়ান্তভাবে পছন্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। তার ভাষ্য অনুযায়ী, আইন, ক্রীড়া, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমর্থন নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আইসিসি যদি শ্রীলঙ্কা ভেন্যুতে সম্মতি না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।