
সাকিবের দুবাইকে উড়িয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পর হোবার্ট হারিকেন্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালের খুব কাছে ছিল রংপুর রাইডার্স। এবার দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল নুরুল হাসান সোহানের দল। জিএসএলে এ নিয়ে টানা দুইবার ফাইনাল খেলতে যাচ্ছে সোহানের দল।