
সাকিব ভাই ক্রিকেট মাঠে অনেক এনজয় করছে: সোহান
লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে নেই সাকিব আল হাসান। বিশ্বজুড়ে নানান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এখনো খেলাটাকে মনেপ্রাণে উপভোগ করছেন সাকিব। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলে এসে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান। সাকিবের বিপক্ষে জিএসএলে খেলেছিলেন সোহান।