তামিম জানালেন, শান্তর একাদশে না থাকার কারণ পারফরম্যান্স নয়
বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাসখানেক আগে ছিলেন টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও। অথচ বাংলাদেশ দলের অধিনায়কের জায়গায় মিলছে না বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একাদশে। লম্বা সময় ধরে ছন্দে না থাকায় বাঁহাতি ব্যাটারের একাদশের বাইরে থাকাটা একেবারে অবিশ্বাস্য না হলেও তামিম ইকবাল জানালেন ভিন্ন কথা। বরিশালের অধিনায়ক জানিয়েছেন , শান্তর একাদশের বাইরে থাকার কারণ পারফরম্যান্স নয়।