ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলল রাজশাহী
ছবি: ক্রিকফ্রেঞ্জি
রংপুর রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে বিজয়রা তাই বেঁকে বসেন। পারিশ্রমিক না পেলে মাঠে যাবেন না তারা। এমন হুমকির দেয়ার পর তাদের হাতে চেক তুলে দেয় মালিকপক্ষ। রংপুরের বিপক্ষে ম্যাচ জিতে অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেছিলেন, ‘মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে।’ ডানহাতি পেসারের এমন কথা বলার একদিন পরই আবারও চেক বাউন্স করেছে রাজশাহীর ক্রিকেটারদের।
৩ কিস্তিতে পাওনা পরিশোধ করতে চায় দুর্বার রাজশাহী
৩ ফেব্রুয়ারি ২৫দুদিন আগে হাতে পাওয়া চেক ব্যাংকে জমা দিলে সেটা প্রত্যাখান হয়েছে। যদিও ২ তারিখ পর্যন্ত সময় আছে চেক ব্যাংকে জমা দিয়ে টাকা তোলার। তবে তাৎক্ষণিকভাবে চেক প্রত্যাখান হওয়ায় দুশ্চিন্তায় ক্রিকেটাররা। চুক্তি অনুযায়ী, পারিশ্রমিক না দেয়ার পাশাপাশি ১৮ দিনের দৈনিক ভাতাও দেয়া হয়নি ক্রিকেটারদের।
এবার জানা গেছে রাজশাহীর ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঢাকায় বাস করা ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলা হয়েছে। রাজশাহী তাদের খেলোয়াড়দের একটি বার্তা দিয়েছে। এরই মধ্যে সেই বার্তা এসে পৌঁছেছে ক্রিকফ্রেঞ্জির হাতে।
যেখানে তারা লিখেছে, 'সাথে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সাহায্য ছাড়া এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। পয়েন্ট টেবিল অনুযায়ী, আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঢাকার বাইরে থাকেন তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন তাদেরকে আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী চেক ইন হবে পহেলা ফেব্রুয়ারি।'
দোষীদের বিচার না হলে বিপিএল ছাড়বেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক
৮ ঘন্টা আগেক্রিকেটাররা হোটেল ছাড়ার বার্তা পেয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। দলটির প্লে অফে খেলার সম্ভাবনা জোরালো। পয়েন্ট টেবিলে তারা অবস্থান করছে ৩ নম্বরে। যদিও তাদের প্লে অফে খেলা অনেকটাই নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। তবে এমন মুহূর্তে হোটেল ছাড়াতে বলায় নিশ্চিতভাবেই বিপাকে পড়তে হচ্ছে দলটির ক্রিকেটারদের।
রাজশাহী ঘণ্টাখানেক বাদে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে দলটির ঢাকার স্থানীয় ক্রিকেটাররাই নাকি তাদের অনুরোধ করেছিলেন তিনদিনের ছুটির ব্যাপারে। যদিও ১ ফেব্রুয়ারি চেক ইন করার ব্যাপারটিও তারা অস্বীকার করেছে। তারা জানিয়েছে ক্রিকেটাররা যেকোনো সময় টিম হোটেলে চেক ইন করতে পারবেন।
তার সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, 'কিছু ক্রিকেটারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়দের পক্ষ থেকে করা হয়েছিল। তবে, যারা ঢাকার বাইরে থাকেন তারা বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফের সাথে ঢাকার দল হোটেলেই থাকবেন। ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রাও যে কোনো দিন টিম হোটেলে চেক-ইন করতে পারবেন।'