পুরনো নামে ঢাকা-রংপুর, বদলে গেল সিলেট-চট্টগ্রাম ও রাজশাহীর নাম
প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাওয়ার দৌড় থেকে আগেই ছিটকে যায় এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, মাইন্ড ট্রি লিমিটেড ও বাংলা মার্ক লিমিটেড। আগ্রহী ১১ প্রতিষ্ঠানের তিনটি বাদ পড়ায় ৫ ফ্র্যাঞ্চাইজির জন্য শেষ পর্যন্ত টিকে যায় আটটি প্রতিষ্ঠান। সেখান থেকেও বাদ পড়েছে তিনটি।