
বোল্ট-চাহারের আগুনে বোলিং, রোহিতের ঝড়ে মুম্বাইয়ের টানা চার জয়
ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের অসাধারণ বোলিং এবং রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের মারকুটে ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে চারটিতেই হারা মুম্বাইয়ের এটি টানা চতুর্থ জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে গেল হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে আট ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে হায়দরাবাদ।