promotional_ad

আইপিএলে ৩ ম্যাচ খেলার এনওসি পেলেন মুস্তাফিজ

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মুস্তাফিজ, আইপিএল
ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। দুদিন আগেই এই অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।

promotional_ad

যদিও বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর থাকায় কবে আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়া হয়েছে বাঁহাতি এই পেসারকে।


আরো পড়ুন

আইপিএল খেলতে ভারতে ফিরছেন না স্টার্ক, বিপাকে দিল্লি

১৪ ঘন্টা আগে
দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক

এর ফলে বোঝাই যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচ খেলবেন মুস্তাফিজ। এরপরই আইপিএলে খেলতে ভারতে উড়াল দেবেন তিনি। ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদশ। আর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ১৯ মে।


promotional_ad

বিসিবির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বিসিবি ক্রিকেট অপারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত ভারতের চলমান আইপিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য একটি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে।'


আরো পড়ুন

৬ কোটি রুপিতে দিল্লিতে মুস্তাফিজ

১৪ মে ২৫
ফাইল ছবি

মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবেন বলেও নিশ্চিত করা হয়েছে। তারা বিজ্ঞপ্তিতে লিখেছে, 'মুস্তাফিজুর ১৭ মে ২০২৫ শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য উন্মুক্ত থাকবে।'


২০২২ ও ২০২৩ আইপিএলেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ। দুই মৌসুমে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। গ্রুপ পর্বে দিল্লির বাকি এখনও তিনটি ম্যাচ। তারা প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছেন অক্ষর প্যাটেল-লোকেশ রাহুলরা।


শেষ তিন ম্যাচে দিল্লির প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স ও মুম্বাই। একটি কিংবা দুটি ম্যাচ জিতলে সেরা চারে ওঠার সুযোগ থাকবে তাদের। তবে ১৫ কিংবা ১৭ পয়েন্ট নিয়ে সেরা চারে যেতে চাইলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। তবে তিন ম্যাচের সবকটিতে জিততে পারলে অনায়াসে প্লে-অফে উঠবে দিল্লি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball