
সারাদিনে টেনেটুনে ২০০ নয়, ইতিবাচক ব্যাটিংয়ের পরামর্শ সিমন্সের
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ইতোমধ্যেই সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ সমতায় আনতে আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটা ইঙ্গিত দিয়েছেন ফিল সিমন্স।