করোনা আক্রান্ত হেড, খেলবেন না লক্ষ্ণৌর বিপক্ষে

ছবি: করোনা আক্রান্ত ট্রাভিস হেড, ফাইল ফটো

বিশ্বজুড়ে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা এখন আর শোনা যায় না। তাই হেডের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয় বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। যদিও হেডকে দল থেকে আলাদাভাবে রাখা হয়েছে কিনা তা জানাননি ভেট্টোরি।
বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের
২২ মার্চ ২৫
রবিবার সংবাদমাধ্যমকে দেয়া বিবৃতিতে ভেট্টোরি বলেন, 'হেডের কোভিড-১৯ ধরা পড়েছে। তাই এখনই সে দলের সঙ্গে যোগ দিতে পারছে না। আশা করছি পরের ম্যাচে তাকে ফিরে পাব। তবে সে পুরোপুরি ফিট কি না, সেটাও আগে যাচাই করে নিতে হবে।'
ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে হায়দরাবাদ। লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচটি তাই মূলত তাদের জন্য সম্মানরক্ষার লড়াই। তবে প্রতিপক্ষ লক্ষ্ণৌয়ের কাছে ম্যাচটা ‘ডু অর ডাই’। ঋষভ পান্তের দল যদি সব ম্যাচ জেতে, তাহলে ১৬ পয়েন্টে পৌঁছাতে পারবে। যদিও তাতে তাদের প্লে-অফ নিশ্চিত নয়।

আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড
১৩ মে ২৫
এর আগে আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন হেড ও কামিন্স। তখনো তাদের ভারতে ফেরার বিষয়টি অনিশ্চিত ছিল। তবে পরে নিশ্চিত হওয়া যায়— দু’জনেই ফিরছেন হায়দরাবাদের স্কোয়াডে। এবার সেই প্রত্যাবর্তনেই আসলো নতুন বাধা।
সানরাইজার্সের এবারের আইপিএলে বাকি রয়েছে তিনটি ম্যাচ। আজ (১৯ মে) দলটি খেলবে লক্ষ্ণৌয়ের বিপক্ষে। এরপর ২৩ মে বেঙ্গালুরু ও ২৫ মে কলকাতার বিপক্ষে খেলবে তারা। হেড যদি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তাহলে শেষ দুটি ম্যাচে তাকে দেখা যেতে পারে।