নাসিরের ৯০ রানের বিধ্বংসী ইনিংস, ঢাকার সহজ জয়
নাসির হোসেনের ৫০ বলে অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ৩৫ বল বাকি থাকতে এই ম্যাচটি জিতে ঢাকা।
নাসির হোসেনের ৫০ বলে অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ৩৫ বল বাকি থাকতে এই ম্যাচটি জিতে ঢাকা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে আইসিসির কাছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। যার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেখানে যাবে না বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের গত কয়েক ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ যেন আবারও নিজের পরিচিত ভূমিকায় ফিরেছেন। চাপের মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব নেয়া, ম্যাচ শেষ করে মাঠ ছাড়া, এই দৃশ্য তার জন্যে নতুন নয়। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে তার ইনিংসের স্বীকৃতি মিলেছে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কণ্ঠে।
বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার হতাশা এখনও কাটেনি জাকের আলী অনিকের। এর মধ্যেই আরেকটি ধাক্কা এসেছে বিপিএলে। নোয়াখালী এক্সপ্রেসের একাদশ থেকেও বাদ পড়েছেন এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে স্পষ্টভাবেই ছন্দে নেই এই উইকেটরক্ষক।
আগের দুই ম্যাচেই খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের আরেকটি ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলে টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মাহমুদউল্লাহ খেলেছেন ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস। তাতেই ৫ উইকেটের জয় পেয়েছে রংপুর। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। শুরুর বেশ কয়েকটি ম্যাচেই তাকে চার নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। নতুন এই পজিশনে নেমে ব্যাট হাতেও সফল হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৫ ম্যাচে ২০১ রান করেছেন তিনি। তবে সোমবার তাকে সিলেটের হয়ে ওপেনিংয়ে নামানো হয়েছে।
সৌম্য সরকারকে ফিরিয়ে উইকেটের শুরুটা করেছিলেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনার পরবর্তীতে ফিরিয়েছেন হায়দার আলী, মেহেদী হাসান রানা, জহির খান এবং বিলাল সামিকে। নিজের শেষ ওভারেই নিয়েছিলেন তিন উইকেট। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬১ রানে গুঁড়িয়ে দেন নাসুম। সহজ লক্ষ্য তাড়ায় পারভেজ ইমন দ্রুতই ফিরলে আক্রমণাত্বক ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে এগিয়ে নেন তৌফিক খান তুষার ও জাকির হাসান। শেষের দিকে অবশ্য দ্রুতই তিনটি উইকেট হারায় সিলেট। তবে ৬ উইকেটের জয় পেতে খুব বেশি কষ্ট হয়নি স্বাগতিকদের।
২০১৪ সালে প্রথমবার মুস্তাফিজুর রহমানকে দেখেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ আশিকুর রহমান। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ এই পেসারকে ঘরোয়া একটি টুর্নামেন্টে খেলাতে নিয়ে এসেছিলেন। সে সময় মুস্তাফিজকে আলাদা করে বিশেষ কিছু মনে হয়নি আশিকের কাছে।
জয়ের জন্য শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল ১০ রান। উইকেটে ছিলেন ঝড়ো হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমান। প্রথম পাঁচ বলে মাত্র তিন রান মুস্তাফিজুর রহমান। সাব্বির রহমান শেষ বলে সাত রান লাগলে নেন কেবল দুই রান। রংপুর রাইডার্স ম্যাচটি জিতে পাঁচ রানে।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ২৪ বল হাতে রেখে এই জয় পেয়েছে চট্টগ্রাম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই পরিচিত মুখ মোহাম্মদ আমির। ২০১৫-১৬ মৌসুম থেকেই বাংলাদেশের এই লিগ মাতিয়ে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই পেসার। বিপিএলে পারফর্ম করেই জাতীয় দলের দুয়ার পুনরায় খুলেছিলেন তিনি। বিপিএলের প্রতি তাই ভীষণ কৃতজ্ঞ সিলেট টাইটান্সের এই পেসার।