বিগ ব্যাশ শেষ আফ্রিদির
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে তাসকিন আহমেদ ও এমআই এমিরেটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে রিশাদ হোসেন খেলছেন হোবার্ট হারিকেন্সের হয়ে। তাসকিন মনে করেন, এসব বড় লিগ খেলে তারা যা শেখার সুযোগ পাচ্ছেন সেসব ৫ শতাংশ হলেও বাংলাদেশের দলের উন্নতিতে প্রভাব ফেলবে।
হোবার্ট হারিকেন্সের হয়ে আগের ম্যাচেই ৩ উইকেট নিয়ে পার্থ স্কর্চার্সকে ধসিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। এবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তার এই ঘূর্ণিতেই আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি রেনেগেডস।
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই বল হাতে আলো ছড়াচ্ছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের জার্সিতে সবশেষ তিন ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার। উইকেট নেয়ার পাশাপাশি মিতব্যয়ী বোলিংয়েও দলের জয়ে রাখছেন অবদান। পার্থ স্কর্চার্সের বিপক্ষে লেগ স্পিন জাদু দেখানো রিশাদকে তাই প্রশংসায় ভাসালেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটারের কাছে রিশাদ একজন মেধাবী বোলার।
এবারের বিগ ব্যাশে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। তারা পার্থ স্কোর্চার্সকে ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। আগে ব্যাট করে হোবার্টকে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দেয় পার্থ। জবাবে খেলতে নেমে ৩ বল হাতে রেখেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে পার্থ।
গ্যাবায় অবিশ্বাস্য এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। বিগ ব্যাশের ইতিহাসই বদলে দিয়েছে ব্রিসবেন হিট। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ২৫৮ রানের লক্ষ্য এক বল হাতে রেখেই টপকে দিয়ে তারা গড়েছে বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় জো ক্লার্ক ও থমাস রজার্সের ব্যাটে ভালো শুরু পায় মেলবোর্ন। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রজার্স। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই তাদের দুজনের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। ডানহাতি লেগ স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন রজার্স। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় নিখিল চৌধুরির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ১৮ বলে ৩০ রান করা বাঁহাতি ওপেনারকে।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। সিনডি থান্ডারের বিপক্ষে মাঠে নামছে রিশাদের হোবার্ট হারিকেন্স। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।
আসরের শুরুর দিকে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লিজেল লি। তবে টুর্নামেন্টের বাকি অংশ খুব একটা সফল হতে পারছিলেন না তিনি। তবে ফাইনালে সেই আক্ষেপ ঘুচিয়ে ৭৭ রানের অপরাজিত ইনিংসে হোবার্ট হারিকেন্সকে মেয়েদের বিগ ব্যাশের শিরোপা জেতালেন তিনি।
বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) পাননি ডানহাতি এই লেগ স্পিনার। টুর্নামেন্টের আগামী মৌসুমের জন্যও বাংলাদেশের তারকা স্পিনারকে দলে টেনেছে হোবার্ট। এবার অবশ্য পুরো মৌসুমই খেলবেন রিশাদ।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের এই লেগ স্পিনার আগেই জানিয়েছিলেন দলটির হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। সেই সঙ্গে হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের অধীনে খেলতে তর সইছে না তার।
অস্ট্রেলিয়ার আসন্ন বিগ ব্যাশ লিগে খেলার স্বপ্ন ভেঙে গেল ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। হাঁটুর চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন তিনি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে অশ্বিনের দল সিডনি থান্ডার।